অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রাম মেডিকেলেই হবে বার্ন ইউনিট: স্বাস্থ্য সচিব 

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার   আপডেট: ০৪:২৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পাশেই বার্ন ইউনিট হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। বৃহস্পতিবার (১৭ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বার্ন ইউনিটের জন্য বরাদ্দকৃত জায়গা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বার্ন ইউনিট অন্য জায়গায় করা হলে পর্যাপ্ত চিকিৎসক ও শিক্ষার্থী পেতে সমস্যা হবে। অনেক ক্ষেত্রে রোগীদের ভোগান্তিও পোহাতে হবে। তাই চিকিৎসকদের সুবিধার বিষয়টি মাথায় রেখে হাসপাতালের আঙ্গিনায় বার্ন ইউনিট করার পরিকল্পনা করেছে সরকার। ভবিষ্যতে হাসপাতালের পাশে ক্যান্সার হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনার কথাও জানান তিনি। 

এসময় শেখ হাসিনা বার্ন ইউনিটের পরিচালক ড. সামন্ত লাল সেন স্বাস্থ্য সচিবের সাথে ছিলেন। তিনি বলেন, অনেক দিন ধরে আমরা চট্টগ্রামে বার্ন ইউনিটের চেষ্টা করে আসছি। আজ জায়গা পরিদর্শন করছি। চীন সরকারের অর্থায়নে দশ তলা বিশিষ্ট বার্ন ইউনিটটি করা হবে। চীনের প্রতিনিধি দল এসে জায়গা পরিদর্শনের পর মূল কাজ শুরু করা যাবে।

এ সময় স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি,  চমেক হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. নাছির উদ্দীন মাহমুদ উপস্থিত ছিলেন।