দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল গ্রেফতার
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ পিএম, ২১ মার্চ ২০২৪ বৃহস্পতিবার
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনফোর্সেস ডিরেক্টরেট (ইডি)। আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৯ বার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। কিন্তু তিনি হাজিরা দেননি।
ভারতের ইতিহাসে কেজরীওয়ালই প্রথম, যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেফতার হলেন। এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেফতার করে ইডি। তবে গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।
এদিকে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পরেই তার বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আপ কর্মী-সমর্থকেরা। গোটা রাজধানী জুড়েই প্রতিবাদ শুরু করেন তারা।