অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৮৩ হাজার টন চাল আমদানির অনুমতি পাচ্ছে ৩০ প্রতিষ্ঠান

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২১ মার্চ ২০২৪ বৃহস্পতিবার  

দেশে চালের বাজার নিয়ন্ত্রণে আনতে বেসরকারিভাবে ৪৯ হাজার মেট্রিক টন সেদ্ধ ও ৩৪ হাজার টন আতপ চাল আমদানির জন্য ৩০ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান হোছাইনী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাল আমদানির অনুমোদন পাওয়া আমদানিকারকদের ২৫ এপ্রিলের মধ্যের চাল দেশের বাজারে বাজারজাত করতে হবে। আমদানি করা চাল পুনঃপ্যাকেটজাত না করে আমদানি করা বস্তাতে করেই বিক্রি করতে হবে।

পাশাপাশি আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।