অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ

দগ্ধ আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২ 

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭ পিএম, ১৯ মার্চ ২০২৪ মঙ্গলবার  

গাজীপুর কালিয়াকৈর এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ইয়াসিন আরাফাত (২১) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে ১২ জন মারা গেলেন।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, ইয়াসিনের শরীরের ৬২ শতাংশ দগ্ধ হয়েছিল। ঘটনাটিতে এখন পর্যন্ত ১৬ জন রোগী ভর্তি আছে।

মৃত ইয়াসিনের মামা লিটন জানান, তাদের বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা থানার গবুগ্রামে। তার বাবার নাম আল আমিন। বাবা-মা পরিবার নিয়ে কালিয়াকৈরে তেলিরচারা এলাকায় থাকতেন। তিনি একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

এর আগে গত ১৩ মার্চ কালিয়াকৈর উপজেলার তেলিরচলা এলাকায় শফিকুল ইসলামের ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৩৬ জন দগ্ধ হন।