ভারতের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১৬ মার্চ ২০২৪ শনিবার
ভারতের লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে দেশটির জাতীয় নির্বাচন কমিশন। ৭ দফায় অনুষ্ঠিত হবে দেশটির ১৮তম লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল শুরু হয়ে যা শেষ হবে ১ জুন।
এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৯৭ কোটি। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৯ কোটি ৭০ লক্ষ। মহিলা ভোটারের সংখ্যা ৪৭ কোটি ১০ লক্ষ। মোট সাড়ে ১০ লক্ষ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ বছর প্রথম ভোটারের সংখ্যা ১ কোটি ৮০ লক্ষ। পঁচাশি ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ৮২ লক্ষ।
সাত দফার নির্বাচনে প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল। দ্বিতীয় দফার ভোট হচ্ছে ২৬ এপ্রিল, তৃতীয় দফা ৭ মে, চতুর্থ দফা ১৩ মে, পঞ্চম দফা ২০ মে, ষষ্ঠ দফা ২৫ মে এবং সপ্তম দফা ১ জুন। ভোটগণনা হবে ৪ জুন।