ফের ফেসবুকের বিরুদ্ধে মামলা
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
এবার ফেসবুকের বিরুদ্ধে মামলা করলো অস্ট্রেলিয়ার প্রতিযোগিতা ও ভোক্তা কমিশন (এসিসিসি)। অনুমতি ছাড়াই ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এই অভিযোগ এনে গেল বুধবার (১৬ ডিসেম্বর) ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছে তারা।
এতে যুক্তরাষ্ট্রের জায়ান্ট প্রতিষ্ঠানটির কাছে অনির্ধারিত জরিমানা দাবি করেছে এসিসিসি। ব্যবহারকারীরা যাতে তথ্য গোপন রাখতে পারে, সেই বিষয়ের ওপর জোর দিয়েছে তারা।
অস্ট্রেলীয় প্রতিযোগিতা ও ভোক্তা কমিশন বলছে, গোপনে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে বাণিজ্যিক অধিগ্রহণের লক্ষ্য নির্ধারণ করেছে ফেসবুক। তাই মার্ক জাকারবার্গের সংস্থার বিরুদ্ধে আদালতে গেছে তারা।
কয়েকদিন আগে ফেসবুকের বিরুদ্ধে মামলা করে মার্কিন কেন্দ্রীয় বাণিজ্য কমিশন (এফটিসি)। তারা অভিযোগ আনে, অবৈধভাবে গ্রাহকের তথ্য ব্যবহার করে বাজার আধিপত্য ধরে রাখছে সোশ্যাল মিডিয়াটি। যার অংশ হিসেবে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কিনে নিয়েছে তারা।
ওই দিন সংবাদ সম্মেলনে এসিসিসি চেয়ারম্যান বলেন, এফটিসি যে দাবি করেছে; সেটার সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। তবে তারা প্রতিযোগিতার বিষয়টি দেখছে। আর আমরা ভোক্তার বিষয়টি দেখভাল করছি।