অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিরিজ জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:১২ পিএম, ৯ মার্চ ২০২৪ শনিবার  

প্রথম টি-টোয়েন্টিতে তিরে এসে তরী ডুবলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শ্রীলঙ্কাকে কোনো সুযোগ না দিয়ে ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরান নাজমুল হোসেন শান্তরা। সিরিজ জয়ের লক্ষ্যে আজ সিলেটের একই ভেন্যুতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে নামছে বাংলাদেশ।

যথারীতি আগের দুই ম্যাচের মতো আজও টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।

এর আগে প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক দুর্দান্ত ইনিংসের পরেও ৩ রানে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচে ডেথ ওভারে কার্যকরী বোলিং করতে পারেননি তাসকিন-শরীফুল-মোস্তাফিজরা। ব্যাটিংয়ে টপ অর্ডারে ব্যর্থতা দেখেছে বাংলাদেশ।

পরের ম্যাচে এ দুই জায়গাতেই সফল হয়েছে স্বাগতিকরা। আগের ম্যাচে দুই শ পেরোনো লঙ্কানরা এ ম্যাচে আটকে যায় ১৬৫ রানে। শান্ত-লিটন-হৃদয়দের সাবলীল ব্যাটিংয়ে অনায়াস জয় পায় বাংলাদেশ। তবে এ জয় ছাপিয়ে আলোচনায় সৌম্য সরকারের ‘নট আউট’।

আগের দুই ম্যাচের মতো আজও একই একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। অন্যদিকে লঙ্কান বোর্ড একদিন আগেই জানিয়েছিল, বাঁ পায়ে চোটে এ ম্যাচে খেলা হবে না মাতিশা পাতিরানার। তবে সফরকারীদের স্বস্তির বিষয়, দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ একাদশে ফিরেছেন টি-টোয়েন্টি নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এছাড়া লঙ্কান একাদশে এসেছে আরও দুটি পরিবর্তন। ওপেনার আভিষ্কা ফার্নান্দোর পরিবর্তে ধনঞ্জয়া ডি সিলভা ও মাদুশঙ্কার পরিবর্তে নুয়ান থুসারা একাদশে ফিরেছেন।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।

শ্রীলঙ্কা একাদশ

ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহিশ তিকশানা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্ডো ও নুয়ান থুসারা।