অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রথম পেসার হিসেবে অ্যান্ডারসনের ৭০০ উইকেটের মাইলফলক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৫৮ পিএম, ৯ মার্চ ২০২৪ শনিবার  

নিজের নামের পাশে ৬৯৮ উইকেট নিয়ে ধর্মশালা টেস্টে খেলতে নেমেছিলেন জেমস অ্যান্ডারসন। শুক্রবার (৮ মার্চ) শুভমান গিলকে আউট করে মাইলফলকের আরও কাছাকাছি গিয়েছিলেন এই ইংলিশ পেসার। আজ (শনিবার) কুলদীপ যাদবকে সাজঘরে ফিরিয়ে ক্রিকেট ইতিহাসে প্রথম পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অ্যান্ডারসন।

টেস্ট ক্রিকেটে তৃতীয় বোলার হিসেবে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন অ্যান্ডারসন। এর আগে কেবল দুজন পেয়েছেন ৭০০ উইকেটের দেখা। সেই দুজনই স্পিনার। লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন ও অজি গ্রেট লেগ স্পিনার শেন ওয়ার্ন ছুঁয়েছিলেন ৭০০ উইকেটের মাইলফলক।

সবচেয়ে দ্রুততম সময়ে ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন মুরালিধরন। ৭০০ টেস্ট উইকেট পেতে এই লঙ্কান স্পিনারের লেগেছিল ১১৩ টেস্ট। ওয়ার্ন মাইলফলক ছুঁয়েছিলেন নিজের ১৪৪তম ম্যাচে। আর অ্যান্ডারসনের লাগল ১৮৭ ম্যাচ।

ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সবার ওপরে আছেন ৮০০ উইকেট নেওয়া মুরালিধরন। ৪১ বছর বয়সী অ্যান্ডারসনের সামনে এখন ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্ন।