অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জেরি লেবার এওয়ার্ড পেলো জাগৃতি প্রকাশনী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩০ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার   আপডেট: ১১:৫১ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার

প্রকাশনা জগতের সম্মানজনক পুরস্কার ‘জেরি লেবার এওয়ার্ড’ এ ভূষিত হয়েছে দেশের অন্যতম প্রকাশনা সংস্থা জাগৃতি। আমেরিকার প্রকাশনা সংস্থাগুলোর সংগঠন দ্য এসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্স (এএপি) প্রতিবছর বিশ্বের একটি প্রকশনা সংস্থাকে (আমেরিকার বাইরের) এই পুরস্কার দিয়ে থাকে।

প্রকাশনার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতায় উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য মূলত এই পুরস্কার দেওয়া হয়। এ বছর জাগৃতিকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছে সংস্থাটি। 

দ্য এসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্স (এএপি) এর প্রেসিডেন্ট মারিয়া এ প্লান্তি আজ এই ঘোষণা দেন। সংগঠনটি এক বার্তায় জাগৃতি প্রকাশনীর প্রকাশক রাজিয়া রহমান জলিকে অভিনন্দনও জানিয়েছে।

উল্লেখ্য মুক্তচিন্তার বই প্রকাশের কারণে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে ২০১৫ সালের ৩১ অক্টোবর কুপিয়ে হত্যা করে একদল উগ্র ধর্মান্ধ।