অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সৌদিতে বাংলাদেশি যুবককে খুনের অভিযোগ

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৮:৩০ পিএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার  

সৌদি আরবে সাব্বির হোসেন (২৭) নামের এক বাংলাদেশি যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে অপর প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে। রোববার বিকাল ৪টার দিকে সৌদি আরবের জেদ্দায় এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড় মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে।

সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন সৌদি আরবে প্রবাসী সাব্বিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত অভিযুক্ত ঘাতক ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতের পরিবার সূত্র জানায়, সৌদি আরবের জেদ্দায় পাশের কক্ষে থাকা অন্য বাংলাদেশিদের সঙ্গে সাব্বিরের কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটিকে কেন্দ্র করে একপর্যায়ে কিল-ঘুসির শিকার হন সাব্বির। সাব্বির এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিচার দিতে কফিলের (মালিক) কাছে যাচ্ছিলেন। এ কারণে প্রতিপক্ষের লোকজন আরও ক্ষিপ্ত হয়ে তার গলা চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে সাব্বিরের করুণ মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা খোঁজ নিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। আরও বিস্তারিত জানার জন্য এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে ওখানে যোগাযোগ করে যাচ্ছি।