ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে বিএনপি-জামাত জোট বেঁধেছে: আ জ ম নাছির
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার আপডেট: ০৬:২৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার
ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে বিএনপি-জামাতের সাথে জোট বেঁধে দেশ ও স্বাধীনতাবিরোধী চক্র দেশে অরাজকতা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। এ মন্তব্য করেছেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। শান্তি ও সম্প্রীতির বাংলাদেশের পরিবেশ নষ্ট করা যাবে না বলেও সতর্ক করেছেন তিনি।
বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম থিয়েটার হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আ জ ম নাছির আরও বলেন, ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করার স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়। এই দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকার পরিবেশ বজায় রাখার তাগিদ দেন তিনি।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চলনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সহসভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজননসহ অন্যান্যরা।