অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গণতন্ত্র ফিরে আসার পথ কেউ রোধ করতে পারবে না: ডা. শাহাদাত

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার  

দেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনৈতিক দল নেই, আছে শুধু দলনীতি। তারা মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কিন্তু কাজ করে এর পরিপন্থি। এসব অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দলীয় কার্যালয়ের মাঠে মহান বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। 

তিনি প্রশ্ন রাখেন, স্বাধীনতার চেতনা কি একদলীয় শাসন? মানুষের ভোটাধিকার হরণ? এসব অপকর্ম করে আর বেশীদিন চালানো যাবে না, জনগন জেগে ওঠেছে। গণতন্ত্র ফিরে আসার পথ কেউ রোধ করতে পারবে না বলেও মন্তব্য করেন।

ডা. শাহাদাত আরও বলেন, আগামী ২৭ জানুয়ারি সিটি করর্পোরেশন নির্বাচন। ভোট ডাকাতি শক্ত হাতে প্রতিহত করার কথাও বলেন তিনি। 

সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, চট্টগ্রামের মাটি থেকে স্বাধীনতার ঘোষণা এসেছে। আর সে ঘোষণায় মুক্তিকামী জনতা উদ্ধৃত হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আজকে যারা বড় গলায় মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করে বেড়াচ্ছেন তাদের বেশিরভাগই সে সময়ে ভারতে নিরাপদ আশ্রয়ে জীবন পার করেছেন। 

এর আগে বিজয় দিবস উপলক্ষে মহানগর বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়।