ট্রেনে বিচ্ছিন্ন যুবকের পা
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার
চট্টগ্রামের সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে মো. ফোরকান (৩৫) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ফোরকানের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। পরে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া জানান, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর মীর চৌকিদার বাড়ির নুরুল সালাম মেম্বারের বাড়িতে থেকে কৃষিকাজ করেন ফোরকান। বাড়ি সন্দ্বীপ হলেও মা সীতাকুণ্ড পিইএচপি ফ্যাক্টরির পাশে রেললাইনের বস্তিতে থাকেন। তিনি মায়ের কাছে যাওয়ার জন্য হাটহাজারী থেকে সীতাকুণ্ড যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে তার ডান পা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে কোনও ট্রেন এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে কিছুই জানা যায়নি।
ফোরকান বলেন, ফায়ার সার্ভিস তাকে হাসপাতালে ভর্তি করে চলে গেছে। তার জন্য পুলিশ ইতিমধ্যে ৪ ব্যাগ ব্লাড সংগ্রহ করে দিয়েছে। আরো এক ব্যাগ ব্লাড লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক। পরিবারের কারো সঙ্গে যোগাযোগ না হওয়ায় নিজ দায়িত্বে ব্লাড দেয়া থেকে শুরু করে যাবতীয় ওষুধ তিনি বহন করছেন।