অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সমুদ্র সৈকতে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় বালির ভাস্কর্য

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার   আপডেট: ১০:২৮ এএম, ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

যুদ্ধজয়ের ৪৯তম বার্ষিকীতে এবং কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ বালির ভাস্কর্য। 

‘সাগরের চেয়ে বিশাল তুমি’ শিরোনামে স্থাপিত এই ভাস্কর্য দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে  ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত। এরপর জেলা প্রশাসন ভাস্কর্যটি সরিয়ে নেবে।

মহান বিজয় দিবসের দিনে বুধবার (১৬ ডিসেম্বর) ভাস্কর্যটির উদ্বোধন করা হয়। সে সময় জাতীয় সংগীত পরিবেশন, মানববন্ধন ও আকাশে ১০০ কবুতর উড়ানো হয়। 

ভাস্কর্যটির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভাস্কর্য নির্মাণ দলের প্রধান শিল্পী কামরুল ইসলাম শিপন বলেছেন, জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্মিত ভাস্কর্যটির উচ্চতা ৬ ফুট এবং প্রস্থ ১৪ ফুট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ১০ জন শিক্ষার্থী এক সপ্তাহে ভাস্কর্যটি নির্মাণ করেছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন গণমাধ্যমকে বলেছেন, কক্সবাজারবাসী এই বার্তা দেশবাসীকে দিতে চায় যে, পৃথিবী যতোদিন আছে ততোদিন জাতির পিতার অস্তিত্ব থাকবে।

সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের আরেক অংশে কক্সবাজার আর্ট ক্লাবের সদস্যরা নির্মাণ করছে বালির পদ্মা সেতুর ভাস্কর্য।