চিকিৎসকদের সুরক্ষার দায়িত্ব আমার: স্বাস্থ্যমন্ত্রী
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘চিকিৎসকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার। কিন্তু রোগীর ভালো সেবা দেওয়ার দায়িত্ব নিতে হবে চিকিৎসকদের। হাসপাতালের কোনো রোগী যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়—সেটি নিশ্চিত করতে হবে।’
বুধবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মেডিক্যাল কলেজের ডা. মিলন অডিটরিয়াম হলে নর্থ আমেরিকা মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও ঢাকা মেডিক্যাল কলেজের যৌথ আয়োজনে ‘ডোনেশন অব মডার্ন হেলথ কেয়ার ইকুইপমেন্ট অ্যান্ড হ্যান্ডস অন ট্রেইনিং’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, ‘আমার যেমন চিকিৎসকদের প্রতি দায়িত্ব আছে, তেমনি রোগীদের প্রতিও সমান দায়িত্ব আছে। এই দুই দায়িত্বই আমি নিচ্ছি।’
ঢাকা মেডিক্যালের শিক্ষার্থীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকরা যে পরিমাণ পরিশ্রম করেন, আমি মনে করি তাদের নোবেল দেওয়া উচিত। হাজার হাজার রোগীকে দিন-রাত অক্লান্ত সেবা দিয়ে এই চিকিৎসকরা সুস্থ করে তোলেন। তাদের এই কৃতিত্ব অবশ্যই দিতে হবে।’
এদিকে বেলা আড়াইটায় শাহবাগের বারডেম হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, পৃথিবীব্যাপী ডায়াবেটিস দিন দিন বাড়ছে। প্রতি বছর সাত মিলিয়ন করে নতুন রোগী তৈরি হচ্ছে। বাংলাদেশেও ডায়াবেটিস আক্রান্তের হার দিন দিন বেড়েই যাচ্ছে। বাংলাদেশে এখন প্রায় ১ কোটি ৩০ লাখ ডায়াবেটিক রোগী আছে। ২০৩৫ সাল নাগাদ দেশে ২ কোটি ২০ লাখ ডায়াবেটিক রোগী হতে পারে। তাই এ ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে।