আরও ৩ মামলায় জামিন বিএনপি নেতা স্বপনের, কারামুক্তিতে বাধা নেই
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানার দায়ের করা পৃথক ৩ মামলায় বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। এই তিন মামলায় জামিন পাওয়ায় কারামুক্তিতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন তার পক্ষের আইনজীবী।
আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এতথ্য নিশ্চিত করেন।
২০২৩ সালের ২ নভেম্বর দিবাগত রাত গুলশানের এক বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার করা হয়। এরপর গত ৩ নভেম্বর স্বপনের ৬ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর গত ৯ নভেম্বর তার রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর থেকে স্বপন কারাগারে রয়েছেন।