বলিউডে মাদককাণ্ড: অর্জুনকে তলব, চাইলেন সময়
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার
মাদক মামলায় ফের বলিউড অভিনেতা অর্জুন রামপালকে তলব করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গতকাল মঙ্গলবার (১৫ ডিসেম্বর) তাকে সমন পাঠিয়েছে তারা। আজ বুধবার (১৬ ডিসেম্বর) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দপ্তরে ‘দিল কা রিস্তা’ খ্যাত অভিনেতাকে হাজিরা দিতে বলা হয়েছিল। তবে এনসিবির কাছে সময় চেয়েছেন তিনি।
সমন পাওয়ার পরই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন অর্জুন। তিনি জানান, ব্যক্তিগত কারণে জিজ্ঞাসাবাদের জন্য এদিন হাজির হতে পারবেন না। আগামী কয়েক দিন বেশ ব্যস্ত থাকবেন। আসছে ২২ ডিসেম্বর এনসিবি দপ্তরে উপস্থিত হবেন।
অর্জুনের ওপর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজর পড়ার নেপথ্য কারণও রয়েছে। কিছুদিন আগে মাদক মামলায় গ্রেফতার হন তার প্রেমিকা গ্যাব্রিয়েলা দেমিত্রিয়াদেসের ভাই অ্যাগিসিয়ালোস। চরস ও অ্যালপ্রাজোল ট্যাবলেটের মতো নিষিদ্ধ মাদকদ্রব্য পাওয়া যায় তার কাছে।
গুঞ্জন, মুম্বাইয়ে কোকেন পাচারকারী নাইজেরিয়ার নাগরিক ওমেগা গডউইনের সঙ্গে যোগাযোগ রয়েছে অ্যাগিসিয়ালোসের। জেরার মুখে তার নাম উচ্চারণ করেন তিনি। সেই সূত্রে বলিউডের মাদকচক্রের সঙ্গে অর্জুন এবং তার প্রেমিকা গ্যাব্রিয়েলার যোগসাজশ রয়েছে বলে ধারণা করছে এনসিবি।
গেল ১০ নভেম্বর অর্জুনের বাড়িতে তল্লাশি চালায় তারা। পরে গ্রেফতার করে তার গাড়ির চালককে। বাজেয়াপ্ত করা হয় নায়কের ব্যক্তিগত মোবাইল ফোনসহ বাড়ির যাবতীয় গ্যাজেটস।
এর তিনদিন পর (১৩ ডিসেম্বর) অর্জুন ও গ্যাব্রিয়েলাকে প্রথমবার তলব করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। দু’দিন তাদের আটকও করে রাখে তারা। সেই তদন্ত এগিয়ে নিতেই অভিনেতাকে দপ্তরে ডেকে পাঠিয়েছে এনসিবি।
উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে মাদক ব্যবহারকারী ও পাচারকারীর সন্ধানে মনোযোগ দিয়েছে এনসিবি। একের পর এক বলি তারকাকে তলব করেছে তারা। সেই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, রাকুলপ্রীত সিংরাও। কয়েকজনকে কারাদণ্ডও দেয়া হয়েছে।