অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাঠানো মেসেজ যেভাবে ফেরানো যাবে 

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার  

আমরা একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে তথ্য আদান-প্রদান করে থাকি। এতে অনেক উপকার হলেও বিষয়টি কখনো কখনো বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। এর সমাধানে আইফোনের আইওএস ১৬তে অ্যাপল নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে আইফোন, আইপ্যাড এবং ম্যাক ব্যবহারকারীরা আই-মেসেজকে পাঠানোর পর সেটাকে আনসেন্ড করতে পারবেন। 

তবে শর্ত হলো— মেসেজ পাঠানোর এক মিনিটের মধ্যে তা করতে হবে। দেখে নেওয়া যাক মেসেজ আনসেন্ড কীভাবে করতে হয়।

এখানে মনে রাখার বিষয়, ফিচারটি শুধু আই-মেসেজের অর্থাৎ নীল বাবলের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ টেক্সট মেসেজ বা সবুজ বাবলে এটা প্রযোজ্য হবে না এমনকি পাঠানোর এক মুহূর্ত পরও।
আইফোন বা আইপ্যাডের ক্ষেত্রে—

১. মেসেজ অ্যাপ চালু করতে হবে
২. মেসেজের ভেতরে যে কনভারসেশন থ্রেডকে আনসেন্ড করা দরকার সেটি নির্বাচিত করতে হবে
৩. মেসেজ বাবলের ওপর টাচ করে ধরে রাখতে হবে তা হলে একটা পপআপ আসবে
৪. পপআপ থেকে আনডু সেন্ড অপশন নির্বাচিত করতে হবে

আনসেন্ড করার পর একটি বেলুন উড়ে আসবে। সেখানে লেখা থাকবে আপনি একটি মেসেজ আনসেন্ট করেছেন। একই বার্তা অপর পক্ষও পাবে।

এখানে একটি মনে রাখার বিষয় হলো, সেই পপআপে ডিলিট নামে আরও একটি অপশন রয়েছে। সেটা করলে প্রেরকের ফোন থেকে শুধু মেসেজটি মুছে যাবে কিন্তু প্রাপকের ফোনে সেটি থাকবে।

ম্যাক থেকে মেসেজ আনসেন্ড করার নিয়ম—
১. ম্যাকে মেসেজটি চালু করতে হবে
২. মেসেজের ভেতরে যে কনভারসেশন থ্রেডকে আনসেন্ড করা দরকার সেটা নির্বাচিত করতে হবে
৩. মাউসের ডান পাশের বাটন (অথবা কন্ট্রোল চেপে বাম পাশের বাটন) প্রেস করতে হবে
৪. এখানেও আনডু সেন্ড অপশন আসবে সেটা নির্বাচিত করলেই মেসেজ আনসেন্ড হয়ে যাবে