অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মোহাম্মদ শাহ আলম-এর কবিতা ‘তোমার স্বাধীনতা’

মোহাম্মদ শাহ আলম

প্রকাশিত: ১০:৩৭ এএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার   আপডেট: ০৭:৩৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০ বুধবার

তোমার স্বাধীনতা

মোহাম্মদ শাহ আলম


ফুলের সাথে হয় কি তোমার দেখা
হয় কি শোনা পাখির কলরব
প্রজাপতির পাখনা মেলে ওড়া
গাছের পাতায় আলোর নাচন সব?

হয় কি জানা লজ্জাবতির পাতা
ছুঁলেই কেন, ঘোমটা টেনে লুকোয়
স্নানের শেষে কেমন করে কাক
মাঘের রোদে পাখার পানি শুকোয়?

হয় কি দেখা মেঘনা নদীর বাঁকে
উজান চলে খলসে, পুঁটি, রুই
কেমন করে নকশিকাঁথার গা
সাজিয়ে তোলে লিকলিকে এক সুঁই?

এমন তরো হাজার কোটি 'অবাক'
না হয় দেখা যদি দুচোখ মেলে
কেমন তরো স্বাধীন তুমি বলো
নয় কি জীবন ভীষণ এলেবেলে?