শবে বরাতের তারিখ ঘোষণা
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪ রোববার
পবিত্র শবে বরাত আগামী ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি। রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাবান মাসের চাঁদ দেখা কমিটির সভায় এ ঘোষণা দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. বশিরুল আলমসহ সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও আলেম উলামারা উপস্থিত ছিলেন।