অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পর্যটকরা ঘুরছেন, লকডাউনে স্থানীয়রা

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার   আপডেট: ১১:২৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

দার্শনিক সেন্ট অগাস্টিনের একটি বিখ্যাত উক্তি আছে- ‘হোয়েন ইন রোম, ডু এজ দ্য রোমান’স ডু’ অর্থাৎ যে জায়গায় আছো সে জায়গার রীতি অনুসরণ করো। কিন্তু তুরস্কের নতুন নিয়মে রাখা হয়েছে ঠিক উল্টো ব্যবস্থা। 

করোনাকালে অন্যান্য দেশের মতোই সংক্রমণ বাড়ছে তুরস্কে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির রাজধানী ইস্তাম্বুলে দেয়া হয়েছে লকডাউন। সপ্তাহের ছুটির দিন অর্থাৎ শুক্রবার রাত ৯টা থেকে সোমবার সকাল পর্যন্ত কার্যকর থাকবে সে লকডাউন। তবে মজার বিষয় হলো এই বিধি-নিষেধ কার্যকর হবে শুধু স্থানীয়দের জন্য কিন্তু পর্যটকরা ঘুরতে পারবেন কোন বাধা ছাড়াই!

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এই সময়ে পর্যটকদের জন্য খোলা রাখা হয়েছে হোটেল ও রেস্টুরেন্ট। এছাড়া খোলা থাকছে সব জাদুঘরও। লকডাউন বাস্তবায়নে প্রতিনিয়ত নজরদারি করছে পুলিশ। রাস্তায় থাকা মানুষের আইডি পরীক্ষা করা হচ্ছে, আর স্থানীয় কাউকে পেলে করা হচ্ছে জরিমানাও।

ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, তুরস্কে প্রতিনিয়ত বাড়ছে করোনাক্রান্তের সংখ্যা। কিন্তু গুরত্ব দেয়া হচ্ছেনা পর্যটকদের বিষয়টি। জুন থেকেই খুলে দেয়া হয়েছে সীমান্ত। দেশটিতে আসতে করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগেনা এমনকি কোয়ারেন্টাইনেও থাকতে হয়না। যদিও বলা হচ্ছে বিমানবন্দরে উপসর্গ আছে কিনা পরীক্ষা করা হয়, আর থাকলে আইসোলেশনে যাওয়া বাধ্যতামূলক। তবে তার বাস্তবায়ন হচ্ছে খুব কমই।