অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সরকার গঠন করতে স্বতন্ত্রদের সঙ্গে যোগযোগ করছেন নওয়াজ

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার  

পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র সহসভাপতি মরিয়ম নওয়াজ দাবি করেছেন, সব ধারণা মিথ্যা প্রমাণিত করে বৃহত্তম জয়ের দিকে এগিয়ে যাচ্ছে পিএমএল-এন। দলটি তার কেন্দ্র এবং পাঞ্জাবে একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হচ্ছে।

শুক্রবার সামাজিকমাধ্যম এক্সে লেখা এক বার্তায় পিএমএল-এন সহসভাপতি এসব কথা জানান। নওয়াজ বলেন, পিএমএল-এনের প্রধান নওয়াজ শরিফ চূড়ান্ত ফল পাওয়ার সঙ্গে সঙ্গে বিজয়ী ভাষণ দেবেন।

তার দলের দাবি— তারা ইতোপূর্বে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে যোগাযোগ শুরু করছেন, বেশিরভাগই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত থেকে জয় পাওয়া প্রার্থী।

অন্যদিকে পিএমএল-এন নেতা ইসহাক দার বলেছেন, স্বতন্ত্র প্রার্থীরা যারা সাধারণ নির্বাচনে জয় পেয়েছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। তারা সংবিধান অনুযায়ী পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে যে কোনো দলে যোগ দেবে৷

দার বলেন, পিএমএল-এন কাউকে দলে যোগ দিতে বাধ্য করবে না, যেসব প্রার্থী তাদের দলে যোগ দিতে ইচ্ছুক, তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সাবেক অর্থমন্ত্রী বলেন, যদি স্বতন্ত্ররা কোনো রাজনৈতিক দলে যোগ না দেয় তা হলে তারা সংরক্ষিত আসন হারাবে। নির্দলীরা পাঞ্জাবে পিএমএল-এনের সাফল্যের কাছাকাছিও নয়।