সাব-জেল নয়, কারাগারে যেতে চান বুশরা বিবি
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি তোশাখানা মামলায় ১৪ বছরের সাজা ভোগ করার জন্য বানিগালার বাসভবনে (সাব-জেল) থাকতে চান না। তিনি আদিয়ালা কারাগারে সাজা ভোগ করতে চান। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে আবেদন জানিয়েছেন বুশরা বিবি।
এ ছাড়া সাজাভোগের জন্য তার বানিগালা বাসভবনকে সাব-জেল ঘোষণা করার যে সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে, তাও চ্যালেঞ্জ করেছেন তিনি।
তোশাখানা মামলায় কারাদণ্ড দেওয়ার পর গত মাস থেকে বুশরা বিবিকে তার ইসলামাবাদের বাসভবনে বন্দি করে রাখা হয়েছে। এ জন্য বানিগালার বাসভবনকে সাব-জেল ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
আবেদনে বুশরা বিবি বলেছেন, পিটিআইয়ের অন্য কর্মীদের মতো তিনিও বাসভবনের পরিবর্তে আদিয়ালা কারাগারে সাজা ভোগ করতে চান। একই সঙ্গে নিরাপত্তাজনিত আশঙ্কায় সাব-জেলে থাকাও নিরাপদ মনে করছেন না তিনি।