অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নওয়াজের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হতে চান না বিলাওয়াল

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৯:১০ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার  

ইন্ডিপেন্ডেন্ট উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর পিএমএল-এন ক্ষমতায় এলে তার পক্ষে তাদের সঙ্গে হাত মেলানো কঠিন হবে। খবর ডনের

বিলাওয়াল বলেন, নওয়াজ ফের ক্ষমতায় এলে আমি পররাষ্ট্রমন্ত্রী হবো না, সেই পুরোনো রাজনীতিতে অংশ নিতে পারব না। উনি যদি তা থেকে সরে এসে দেশে গণতন্ত্রের উপকারের পরিবেশ তৈরি করেন, তাহলে আমি তার পাশে দাঁড়াতে পারি।

তিনি বলেন, পিপিপি ছাড়া প্রধান দুই রাজনৈতিক দলই ঘৃণা ও বিভাজনের রাজনীতিতে লিপ্ত এবং আমরা তাতে যোগ দিতে আগ্রহী নই।

আগামী ৮ তারিখ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পিএমএল-এনের পক্ষ থেকে বলা হয়েছে, দলটি সংখ্যাগরিষ্ঠতা পেলে চতুর্থবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরিফ।

এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এখনো কারাগারে। তার দলের প্রতীক বাতিল ঘোষণা করা হয়েছে। ইমরানের অনেক সমর্থক তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের অনেক নেতা এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।