প্রবাসী ভাইয়ের স্ত্রীকে বিয়ে, চাচাকে কুপিয়ে মারল ২ ভাই
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৮:৫০ এএম, ২ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
ইতালি প্রবাসী আপন চাচাতো ভাইয়ের স্ত্রীকে বিয়ের জেরে লাল্টু মোল্যা (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের কাকুড়িয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাল্টু কাকুড়িয়াডাঙ্গা গ্রামের গ্যানো মোল্যার ছেলে ও ইতালি প্রবাসী লকাই মোল্যার আপন চাচাতো ভাই।
জানা যায়, কাকুড়িয়াডাঙ্গা গ্রামের কওছের মোল্যার ছেলে লকাই মোল্যা দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করে আসছে। এ সুযোগে লকাইয়ের স্ত্রীর সঙ্গে তার আপন চাচাতো ভাই লাল্টু মোল্যা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বছরখানেক আগে লাল্টু লকাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায়। কিছুদিন আত্মগোপন থাকার পর লাল্টু ও লকাইয়ের স্ত্রী সম্প্রতি বাড়ি ফিরে আসে। এ ঘটনায় লাল্টুর ওপর ক্ষুব্ধ ছিল লকাইয়ের ২ ছেলে।
এর জেরে আজ দুপুরে বাজার থেকে বাড়ি ফেরার পথে কাকুড়িয়াডাঙ্গা মাঠের সবুজের মাছের ঘেরের কাছে পৌঁছালে লকাইয়ের দুই ছেলে মিরাজ (২২) ও মিমতাই (২৪) লাল্টুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী সাহেব আলী জানান, দুপুরে তিনি মাঠের মধ্যে বসে ছিলেন। এ সময় লাল্টু এসে তার পাশে বসে। একটু পরই ২ যুবক ধারালো অস্ত্র দিয়ে লাল্টুকে কোপাতে থাকে। লাল্টুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী জানান, পারিবারিক দ্বন্দ্বে লাল্টু নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের আটকে অভিযান চলছে বলে জানান তিনি।