অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

থাকছে না লিখিত, এমসিকিউ পদ্ধতিতে রাবির ভর্তি পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার   আপডেট: ০২:৫৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা এবার লিখিত নেয়া হবে না। শুধু বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হবে। 

মঙ্গলবার (১৫ ডিসেম্বর)  সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আবদুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। 

সভায় উপস্থিত বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অতীতে লিখিত পরীক্ষা নেয়া হয়েছে। তবে এ বছর শুধু বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।