লেবাননে শিগগিরই হামলা চালাবে ইসরাইল
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
প্রতিবেশী লেবানন সীমান্তে শিগগিরই হামলা শুরু করবে ইসরাইল। গাজা সীমান্তের কাছে ইসরাইলি সেনাদের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত।
সোমবার গাজা সীমান্তে সেনাদের সঙ্গে আলাপকালে গ্যালান্ত বলেছেন, দেশের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে শিগগির অভিযান চালাবে। গ্যালান্ত আরও বলেছেন, ‘তারা শিগগিরই অভিযানে নামবে... উত্তরাঞ্চলে আরও বাড়তি সেনা পাঠানো হবে।
ধীরে ধীরে রিজার্ভ সেনাদেরও প্রস্তুত করে মাঠে নামানো হবে, যাতে তারা ভবিষ্যতে বিভিন্ন অপারেশনে অংশ নিতে পারে। একই সুরে কথা বলছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ)।