দয়াগঞ্জে নিতাই-ইশরাকের নেতৃত্বে পতাকা মিছিল, আটক ১০
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খালেদা জিয়াসহ বন্দি নেতাকর্মীদের মুক্তি ও বিভিন্ন মামলা প্রত্যাহার এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাজধানীতে কালো পতাকা মিছিলে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে।
এর মধ্যেও দয়াগঞ্জে কালো পতাকা মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মিছিল থেকে অন্তত ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
দুপুরে দয়াগঞ্জ মোড় থেকে এ মিছিল শুরু করেন নেতাকর্মীরা। মিছিলটি দয়াগঞ্জ এলাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দেশের সব মহানগর, জেলা, উপজেলা, পৌর অর্থাৎ সব ইউনিটে আজ মঙ্গলবার কালো পতাকা মিছিল কর্মসূচি ছিল। ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর এর আগে বিএনপি দুই দিনব্যাপী কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করে।