অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাবি’র উদ্যোগে পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার  

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অর্থনীতি বিভাগের ‘৮৫ তম ব্যাচের উদ্যোগে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলা দুস্থ,অসহায় ও ৬শ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) ঢাবি’র অর্থনীতি বিভাগের ৮৫ তম ব্যাচের প্রেসিডেন্ট এ এন এম ওয়াহিদুজ্জামান এবং সদস্য মো. শহীদুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, নেজারত ডেপুটি কালেক্টর মো. ফরহাদ আহমেদ, সাতমেরা ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবিসহ মেম্বারগণ।

এ এন এম ওয়াহিদুজ্জামান বলেন, পঞ্চগড়ের শীতার্তদের সহায়তার জন্য আমরা এই ব্যাচের শিক্ষার্থীরা এগিয়ে এসেছি। আশা রাখি সমাজের বিত্তবানরাও এভাবে এগিয়ে আসবে এবং পঞ্চগড়ের অনেক অসহায় গরীব শীতে উপকৃত হবে।