অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে দুই শিপইয়ার্ডে দুই নিরাপত্তাকর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার  

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি শিপ ব্রেকিং ইয়ার্ডে দুই জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) পৃথক এ দুই দুর্ঘটনা ঘটে।  মৃত দুইজন হলেন, সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকার মাদার স্টিলের সিকিউরিটিগার্ড জলেন্দ্র চাকমা (২৪) ও জোড়ামতল এলাকায় জনতা স্টিলে একই ধরনের দায়িত্বে নিয়োজিত ক্রান্তি ত্রিপুরা (২৫)।  

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুইয়া বলেন, স্ট্রোক হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছে। পরে মৃতদের স্বজন এসে লাশ ময়নাতদন্ত ছাড়া নিয়ে গেছে। 

এদিকে, দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাত এবং শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) শুভংকর দত্ত।  

মাদার স্টিলের মালিক আবুল কাশেম বলেন, আমার প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড জোলেন্দ্র চাকমা শারিরিক ভাবে অসুস্থতা বোধ করছিলো। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে সকালে সে মারা যায়। 

অপরদিকে জনতা স্টিলের ইয়ার্ড ম্যানেজার মো. সোহেল জানান, ক্রান্তি ত্রিপুরা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। রাতে খাওয়ার পর দায়িত্ব পালনকালে শারিরীক অসুস্থতা বোধ করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।