অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্বাস্থ্যের সাবেক জিডি কালামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৬ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার  

দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয় আগামী ৭ মার্চ ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার  (১৬ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত এই তারিখ ধার্য করেন।

এদিন মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিলো। তবে এদিন আসামি সাহেদকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। এজন্য বিচারক মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী এ তারিখ ধার্য করেন।।

মামলার অপর ৫ আসামি হলেন- রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক ডা. মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম।

গত বছরের ১২ জুন ৬ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

২০২১ সালে আবুল কালাম আজাদসহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। আসামিদের বিরুদ্ধে সর্বমোট ৩ কোটি ৩৪ লাখ ৬ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে