৯ মামলায় জামিন পেলেন আলেশা মার্টের চেয়ারম্যান
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৫ জানুয়ারি ২০২৪ সোমবার
গুলশান ও বনানী থানার চেক জালিয়াতির পৃথক ৯ মামলায় ই -কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৫ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।
মঞ্জুরুলের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত ৭ মামলা এবং ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত দুই মামলায় জামিন মঞ্জুর করেন।
গত ১৪ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গত শনিবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে মঞ্জুর আলম শিকদারকেকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ।
জানা গেছে, আলেশা মার্টের গ্রাহকের করা শতাধিক প্রতারণার মামলায় মঞ্জুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।