যুক্তরাষ্ট্রে তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রির শঙ্কা, ব্যাহত জনজীবন
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৩ জানুয়ারি ২০২৪ শনিবার
বড় অংশজুড়ে শীতের ঝড় ও বরফের বাতাস ছাড়াও ভারি তুষারপাতের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে জনজীবন ব্যাহত হচ্ছে। এর ফলে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
মার্কিন আবহাওয়া দপ্তর বলছে, ঝড়ের পর সপ্তাহান্তে তীব্র ঠাণ্ডা পড়তে পারে। সেই সঙ্গে এই সময়ে কিছু কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ৫০ ফারেনহাইট (-৪৫ ডিগ্রি সেলসিয়াস) এর কাছাকাছি নেমে যেতে পারে।
বিবিসি বলছে, শনিবার লোয়া রাজ্যে তাপমাত্রা ছিল মাইনাস ১৪। রাজ্যটিতে প্রায় ১০ ইঞ্চি (২৫ দশমিক ৪ সেন্টিমিটার) তুষার জমে গেছে।
এই অবস্থায় সোমবার শুরু হতে যাওয়া ২০২৪ সালের নির্বাচনি কার্যক্রমের প্রচার স্থগিত করা হয়েছে।
আবহাওয়াবিদরা একে ‘জীবন-হুমকিপূর্ণ শীতের আবহাওয়া’ বলে অভিহিত করেছেন। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডাব্লিউএস) প্রায় প্রতিটি রাজ্যে আবহাওয়ার সতর্কতা জারি করেছে।
শনিবার পর্যন্ত বিভিন্ন স্থানে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। যার ফলে প্রায় ৭০ মিলিয়নেরও বেশি মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায় রয়েছে।