তেজগাঁওয়ে বস্তিতে আগুনের ঘটনায় ২ মৃত্যু, পুড়েছে তিন শতাধিক ঘর
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১৩ জানুয়ারি ২০২৪ শনিবার
রাজধানীর তেজগাঁওস্থ কারওয়ান বাজার মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। ভয়াবহ এই আগুনে পুড়ে গেছে বস্তিতে থাকা অন্তত তিন শতাধিক ঘর।
শনিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তারা তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশের একটি বস্তিতে আগুন লাগার খবর পায়। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের সহযোগিতায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।