সিঙ্গাপুরে বাংলাদেশী শ্রমিকের ফাঁসির রায়
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার আপডেট: ০৫:৫২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার
সিঙ্গাপুরে নিজের বান্ধবীকে হত্যার দায়ে মৃত্যদণ্ড দেয়া হয়েছে এক বাংলাদেশী শ্রমিককে। ২০১৮ সালে দেশটির গোল্ডেন ড্রাগন হোটেলে হত্যার ঘটনার রায় দেয়া হয় আজ সোমবার (১৪ ডিসেম্বর)।
আদালতের নথি অনুযায়ী, বাংলাদেশের শ্রমিক আহমেদ সেলিম (৩১) তার ইন্দোনেশিয়ান বান্ধবী নুরহেদায়াতি ওয়ারতুনু সুরাতা (৩৪) এর সাথে সম্পর্কে জড়ান ২০১২ সালে।
২০১৮ সালের মাঝামাঝিতে আরেকজনের সাথে সম্পর্কে জড়ান নুরহেদায়াতি। এক পর্যায়ে সবকিছু জেনে যান আহমেদ। তারপর বাংলাদেশে পারিবারিকভাবে অন্য মেয়েকে বিয়ে করার পরিকল্পনা করেন তিনি।
এদিকে আবার দু’জন সম্পর্ক চালিয়ে গেলেও তাদের মাঝে বারবারই ঝগড়া হতো। আদালতের নথি মতে নুরহেদায়াতির গায়ে হাতও তুলেছেন এই শ্রমিক।
এসব ঘটনার জের ধরে ২০১৮ সালের জুলাইয়ের মাঝামাঝি হোটেলটিতে নুরহেদায়াতির মুখে রুমাল চেপে ধরেন আহমেদ। আবার আরেক দিন ছুরি দিয়ে তাকে ভয় দেখান।
২০১৮ সালের ৯ ডিসেম্বর আবারও আরেক পুরুষের সাথে নুরহেদায়াতি সম্পর্কের কথা জানতে পারেন আহমেদ। ২৩ ডিসেম্বর তারা গোল্ডেন ড্রাগন হোটেলে দেখা করেন। এই সময় সাথে করে রশি নিয়ে যান আহমেদ। কিন্তু সেদিন সম্পর্ক ঠিক হওয়ার কথা বলায় দুজনেই ফেরেন হাসি মুখে।
তবে হোটেল থেকে ফিরেই আহমেদকে সম্পর্ক ইতি টানার কথা বলেন নুরহেদায়াতি। এই কথায় রেগে যায় আহমেদ। তারপর নুরহেদায়াতিকে কৌশলে শেষবারের মতো দেখা করার কথা বলে ৩০ ডিসেম্বর একসাথে হোটেলে যায় তারা। এসময় দুজনের মাঝে শারিরীক সম্পর্ক হলেও অন্য ছেলের সাথে সম্পর্ক ভাঙতে রাজি হয়নি নুরহেদায়াতি। এক পর্যায়ে তার মুখে তোয়ালে চেপে ধরে হত্যা করে আহমেদ। তারপর মৃত্যু নিশ্চিত করতে গলায় ৭ বার রশিও পেচায় আহমেদ।
হত্যাকাণ্ডের পর দেশে ফিরতে চেয়েছিলেন আহমেদ। তবে তার আগেই তাকে গ্রেফতার করে সিঙ্গাপুর পুলিশ।