পাঁচ মাস পর হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১১ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
প্রায় ৫ মাস চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৫টার পরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁর গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন।
গত বছরের ৯ আগস্ট অসুস্থতা বাড়ায়, এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ নানা রোগে ভুগছেন।
এরপর থেকে এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
এরআগে, বুধবার এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ সময় ধরে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শে সাময়িকভাবে বাসায় যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ সময় জানিয়েছিলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে এই সাময়িক সিদ্ধান্ত। গুলশানের বাসায় মেডিকেল বোর্ডের অধীনেই তার চিকিৎসার সব প্রস্তুতি নেয়া হয়েছে।