অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিরোধী দল কারা হবে, যা বললেন আইনমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার  

দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ড. শিরীন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠ করাবেন। তবে, আপতত জাতীয় পার্টির সংসদ সদস্যরা শপথ নিচ্ছে না। সব কিছু মিলেয়ে এবার সংসদে বিরোধী দল কারা হবেন এনিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি সম্পর্কে পরিষ্কার হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। বুধবার শপথ নেওয়ার পর স্বতন্ত্রদের অবস্থান জানা যাবে। তাদের অবস্থান ঘোষণা হওয়ার পরই বিরোধী দল কারা হবে, তা বুঝতে পারবেন।

আনিসুল হক আরও বলেন, স্বতন্ত্ররা আওয়ামী লীগ হিসেবে নির্বাচিত হননি, তাদের প্রতীক ভিন্ন ছিল। কাজেই স্বতন্ত্ররা আওয়ামী লীগার, এটি মুখের কথা হতে পারে। কিন্তু বাস্তবতার কথা তা নয়।

তিনি বলেন, স্বতন্ত্ররা চাইলে সরকারের সঙ্গে না থেকে নিজেরা একটা মোর্চা করতে পারেন। তখন বিরোধী দল হিসেবে কাকে স্বীকৃতি দেওয়া হবে, তা জানা যাবে। কিন্তু, বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য নির্দিষ্ট সংখ্যক আসন প্রয়োজন। সেক্ষেত্রে স্বতন্ত্রদের যথেষ্ট আসন আছে।

আইনমন্ত্রী বলেন, স্বতন্ত্ররা যদি মনে করেন তারা আলাদা আলাদা থাকবেন, তাহলে জাতীয় পার্টি অবশ্যই (বিরোধী দল হিসেবে) প্রাধান্য পাবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগ জয় পেয়েছে ২২৫টি আসনে। এ ছাড়া স্বতন্ত্র ৬১টি এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা।