মির্জা ফখরুল ৯ মামলায় গ্রেফতার, জামিন শুনানি কাল
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০২:১৩ পিএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার আপডেট: ০২:১৪ পিএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানার নাশকতার ৯ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সাথে জামিন শুনানির জন্য আগামীকাল বুধবার তারিখ ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন।
মির্জা ফখরুলের পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এতথ্য নিশ্চিত করেন।
এর আগে মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান, মহসিন মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবা, ওরম ফারুক ফারুকীসহ আরও অনেকেই জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৯ মামলায় গ্রেফতার দেখান এবং জামিন শুনানির জন্য আগামীকাল তারিখ ধার্য করেন।
প্রথমে এই ৯ মামলায় মির্জা ফখরুলকে গ্রেফতার দেখানো হয়। এরপর জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ১১.৪০ মিনিটের দিকে কারা কর্তৃপক্ষ ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মির্জা ফখরুলকে আদালতে হাজির করেন। এরপর সংশ্লিষ্ট আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর দুপুর ১.১৪ মিনিটের দিকে আদালতের এজলাসে ওঠানো হয়।
গত ৩১ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত গ্রেফতার দেখানোসহ জামিন শুনানির জন্য এই তারিখ ধার্য করেছিলেন।
জানা যায়, গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে মির্জা ফখরুলের গুলশানের নিজ বাসা থেকে তাকে আটক করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর তাকে হত্যা ও গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গত ২৯ অক্টোবর তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে রয়েছে।