অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গাজায় ফ্রেন্ডলি ফায়ারে ৩০ ইসরাইলি সেনা নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১০:০৬ পিএম, ১ জানুয়ারি ২০২৪ সোমবার  

হামাসের হামলার জবাব দিতে গ্রাউন্ড অপারেশন শুরু করে ইসরাইলের সামরিক বাহিনী আইডিএফ। তবে গাজায় প্রবেশের পর একের পর এক ‘ফ্রেন্ডলি ফায়ার’-এর ঘটনা ঘটে চলেছে। 

আইডিএফ জানিয়েছে, এখন পর্যন্ত ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের গুলিতে অন্তত ৩০ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এ খবর দিয়েছে হারেতজ।

খবরে জানানো হয়, বছরের প্রথম দিনে এ খবর দিয়েছে আইডিএফ। ১৯ ইসরাইলি সেনা সরাসরি আরেক সহযোদ্ধার গুলিতে নিহত হয়েছেন। ৯ জন নিহত হয়েছেন ভুলবশত গুলি বের হয়ে। আর দুইজন নিহত হয়েছেন গুলি প্রতিফলিত হয়ে আঘাতের কারণে। 

ইসরাইলের দাবি, গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরাইল। এরপর থেকে ১৭১ সেনা হারিয়েছে দেশটি। সেই হিসেবে মোট সেনা নিহতের ১৮ শতাংশই ফ্রেন্ডলি ফায়ারে নিহত হয়েছেন।