আদালত বর্জন কর্মসূচি পালন করছেন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ১ জানুয়ারি ২০২৪ সোমবার
সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন ঢাকা আইনজীবী সমিতির বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা।
সোমবার (১ জানুয়ারি) তারা আদালত বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়।
এসময় তারা ‘ডামি নির্বাচন’ বন্ধের দাবিতে নানান স্লোগান দেন।
এর আগে রোববার ঢাকা আইনজীবী সমিতির হলরুমে বিএনপিপন্থি আইনজীবীদের এক সভায় সারা দেশে আদালত বর্জন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করা হয়।
সভায় বিএনপিপন্থি আইনজীবী নেতা আজিজুল ইসলাম খান বাচ্চুর সভাপতিত্বে ও ওমর ফারুক ফারুকীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা বারের সাবেক সভাপতি মোহসীন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, হযরত আলী, জামায়াতপন্থি ল'ইয়ার্স কাউন্সিলের নেতা কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।