কোথাও কেও নেই শুধুই নিস্তব্ধতা
নির্জন অরণ্যে একাকী দাড়িয়ে
আকাশের কাছে প্রশ্ন
এ কি শুধুই মোহ?
সময়ের কোণায় কোণায়
শুধুই আঁড়ি পাতা দুখঃভার
কিভাবে বয়ে বেড়াই।
তার চেয়ে বরং
লোবানের মতো গন্ধ হয়ে উড়ে যাই...
মুক্ত করে বন্ধন ফানুসের মতন।
যে ফানুস উড়ে যায়
সে ফানুস ফিরে আসে না
যদিও বা ফেরে
ফেরে শুধুই অংগার হয়ে
এক অর্থহীন ভালবাসার মত।