অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আরো কমতে পারে তাপমাত্রা

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩ শুক্রবার  

আগামী তিন দিনে দেশের উত্তরাঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর পরবর্তী পাঁচ দিনে তাপমাত্রা আরও কমে যেতে পারে সারাদেশে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে আবহাওয়ার বর্ধিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ সময়ের মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে আগামী তিনদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশের উত্তরাঞ্চলে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং তা অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়, এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা আরও কমে আসতে পারে।