অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিএনপি ৪৫ নেতাকর্মীর কারাদণ্ড, খালাস ২৪ জন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার  

নাশকতার পৃথক দুই মামলায় বিএনপির ৪৫ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর শাহবাগ ও উত্তরখান থানার মামলায় এই রায় দেন আদালত।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই রায় ঘোষণা করেন।

শাহবাগ থানার মামলা

২০১৭ সালের নাশকতার অভিযোগের এক মামলায় বিএনপি'র ৩৫ নেতাকর্মীর মধ্যে ১৩ জনকে প্রত্যেকের দণ্ডবিধির এক ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে, দেলোয়ার হোসেন শান্ত, মো. সেলিম মোল্লা,মো. স্বপন বেপারী, নাজমুল হাসান, মো. লুৎফর রহমান, মো. আরাফাত, মো. কামাল হোসেনসহ প্রমুখ।

এই মামলায় অভিযোগ প্রামাণিত না হওয়ায় আরও ২২ জনকে বেকসুর খালাসের আদেশ দেন আদালত।

নাশকতার অভিযোগ রাজধানীর শাহবাগ থানায় ২০১৭ সালের জুন মাসের মামলাটি দায়ের করেন পুলিশ।

উত্তরখান থানার মামলা

২০১৮ সালে নাশতার সৃষ্টির অভিযোগের মামলায় বিএনপি ৩২ নেতাকর্মীর পৃথক দুই ধারায় ২০ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন, মো. আহসান হাবীব মোল্লা, মে. রায়হান, মো. সেলিম মোল্লা, মো. আনোয়ার হোসেন বকুল, মোঃ নোয়াব আলী খান, মো. ফায়েজুল ইসলাম সবুজ, সৈয়দ সুজন আহমেদসহ প্রমুখ।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও দুইজনকে খালাসের আদেশ দেন।

দণ্ডবিধির আইনে ৩২ আসামির প্রত্যেকের এক ধারায় দুই মাস বিনাশ্রম কারাদণ্ড এবং আরেক ধারায় আঠার মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

নাশকতার সৃষ্টির অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে উত্তর খান থানায় মামলাটি দায়ের করেন পুলিশ।