সাত কলেজের পরীক্ষা শুরু হচ্ছে অনলাইনে
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:২৭ এএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার আপডেট: ১১:৩৯ এএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার
২৬ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে বিভিন্ন বর্ষের একটি ইনকোর্স ও টেস্ট পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (১৩ ডিসেম্বর) রাতে সরকারি সাত কলেজের অধ্যক্ষদের অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের আলোকে ও নির্দেশিত নিয়মানুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৬ ডিসেম্বর থেকে আগামী বছরের ১৫ জানুয়ারি এর মধ্যে কলেজসমূহ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শেষ করার ব্যবস্থা নেবে। এছাড়া একটি এসাইনমেন্টও জমা দিতে হবে শিক্ষার্থীদের।
তিনি আরও জানান, বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ ও অন্যান্য চাকরিতে আবেদন করার সুযোগ দিতে করোনাকালেও এ বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সন্মতি দিয়েছে। পরীক্ষার বিষয়ে দ্রুতই অফিসিয়ালি বিস্তারিত জানানো হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো হলো-
১. ঢাকা কলেজ
২. ইডেন মহিলা কলেজ
৩. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
৪. কবি নজরুল কলেজ
৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
৬. মিরপুর সরকারি বাঙলা কলেজ
৭. সরকারি তিতুমীর কলেজ।