সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে প্রোটিয়াদের দাপট
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার
বক্সিং ডে টেস্টে সেঞ্চুরিয়নে ভারতের ওপর রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ভারতের ব্যাটিং লাইনআপ বেশি দূরে এগোতে পারেনি। কাগিসো রাবাদা একাই প্রায় তছনছ করেছেন ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে। সঙ্গে ছিলেন অভিষিক্ত নান্দ্রে বার্গার। তবে লোকেশ রাহুল ছিলেন বলেই কিছুটা হলেও আশা ছিল তাদের।
দ্বিতীয় দিনে আফ্রিকার ডিন এলগারের দুর্দান্ত এক সেঞ্চুরির সঙ্গে আরেক অভিষিক্ত ডেভিড বেডিংহ্যামের ফিফটিতে ভালো অবস্থানে স্বাগতিকরা। দ্বিতীয় দিনশেষে ১১ রানের লিডও পেয়েছেন প্রোটিয়ারা। হাতে এখনো আছে ৫ উইকেট। ক্রিজে ১৪০ রান করে অপরাজিত রয়েছেন এলগার।
আগের দিনের ৮ উইকেটে ২০৮ রান নিয়ে খেলতে নেমেছিল ভারত। দ্বিতীয় দিনে আরও কিছু রান যোগ হয়েছে। স্কোর গেছে ২৪৫ পর্যন্ত। প্রাপ্তি কেবল কেএল রাহুলের শতক। দলের বিপর্যয়ের মুখে একাই লড়ে গেছেন এই ব্যাটার। তার ১০১ রানটাই মান বাঁচিয়েছে ভারতের।
ব্যাট করতে নেমে শুরু অতটাও ভালো হয়নি প্রোটিয়াদের। ৫ রান করেই মার্করাম নিয়েছেন বিদায়। দলের স্কোর ১১। টনি ডি জরজি কে নিয়ে এর পর ইনিংসটা ধরে রেখেছেন অভিজ্ঞ এলগার। জরজি ফেরেন দলীয় ১০৪ রানে। বুমরাহর বলে জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন ২৮ রান।
কিগান পিটারসন দ্রুত ফিরে গেলে বেডিংহ্যামকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন এলগার। বেডিংহ্যাম পান ক্যারিয়ারের প্রথম অর্ধশতক আর ডিন এলগারের ব্যাটে আসে ১৪তম সেঞ্চুরি।
বিকালে বেডিংহ্যাম আর কাইল ভেরেইনে দ্রুত ফিরে গেলেও লিড পেতে সমস্যা হয়নি আফ্রিকার। আজ টেস্টের তৃতীয় দিন।