দিল্লিতে ইসরাইলের দূতাবাসের কাছে বিস্ফোরণ
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত ইসরাইলের দূতাবাসের কাছে একটি বিস্ফোরণ ঘটেছে। তবে এতে দূতাবাসের কোনো কর্মীর ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইসরাইলি দূতাবাসের মুখপাত্র গাই নির বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে দূতাবাস প্রাঙ্গনের কাছে এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় পুলিশ এবং নিরাপত্তাবাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।
এ বিষয়ে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ভারতে তাদের সব কর্মী অক্ষত রয়েছেন। তবে বিস্ফোরণের কারণ জানতে ইসরাইলি কর্তৃপক্ষ ভারতের সঙ্গে কাজ করছে।
বিস্ফোরণের পর দিল্লির ফায়ার সার্ভিস তল্লাশি অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
এর আগে ২০২১ সালের জানুয়ারিতে দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে একটি ছোট বোমার বিস্ফোরণ ঘটেছিল। তখনও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ওই ঘটনায় ইসরাইল জানিয়েছিল, তারা বিষয়টিকে সন্ত্রাসী হামলা বলেই বিবেচনা করছে।