বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়েছে: ওবায়দুল কাদের
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার
‘বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়েছে’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা এখন আর নির্বাচনের ফাইনাল খেলায় অংশ নিতে পারবে না। তবে আরও এক হাজার ৮৯৬ জন প্রার্থী আছে। তাদের সঙ্গে ৭ তারিখে ফাইনাল খেলা হবে।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করে গেছে। বিএনপি এসে হাওয়া ভবন, লুটপাটের ভবন করে—দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে।
তারেক রহমানকে দেশে এসে নির্বাচনের খেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘তারেক রহমান বসে আছে লন্ডনে, সে আর দেশে আসে না। সাহস থাকলে—আসো। মোকাবিলা হবে রাজপথে। খেলা তো হবে। দুর্নীতিবাজ-লুটেরাদের সঙ্গে খেলা হবে।’
ভোটারদের কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘যদি মনে করেন—কাদের ভাই, (ভোটকেন্দ্রে) না গেলে কী হবে! আপনি তো জিতেই গেছেন। সেটা হবে না—কেন্দ্রে যেতে হবে।’