অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০:৫০ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার  

জাতীয় প্রেস ক্লাবের অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে জাতীয় সংগীতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। 

সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং কোষাধ্যক্ষের প্রতিবেদন দেন শাহেদ চৌধুরী। 

এরপর যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ২০২২ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। 

সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদনের ওপর ১৫ জন সদস্য আলোচনায় অংশ নেন। তারা হলেন- জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বিএফইউজের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, তরুণ তপন চক্রবর্তী ও সৈয়দ শাহনেওয়াজ করিম, উম্মুল ওয়ারা সুইটি, খায়রুল আলম, রফিক আহমেদ মুফদি (মুফদি আহমেদ), সিদ্দিকুর রহমান, একেএম মহসীন, আকতার হোসেন, দেলোয়ার হাসান, সাঈদ তারেক, নাজমুল হক সরকার ও মনির হোসেন লিটন।

সভায় সদস্যরা মেট্রোরেল স্টেশনের নাম বাংলাদেশ সচিবালয় স্টেশনের পরিবর্তে অবিলম্বে ‘জাতীয় প্রেস ক্লাব স্টেশন’ করার জোর দাবি জানান। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে ক্লাবের ব্যবস্থাপনা কমিটির প্রতি আহ্বান জানান। 

তারা বলেন, মেট্রোরেল নির্মাণকালে জাতীয় প্রেস ক্লাব অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এরপরও স্টেশনের নাম প্রেস ক্লাবের নামে নামকরণ না করে বাংলাদেশ সচিবালয় স্টেশন করা হয়েছে। 

এ ছাড়া আলোচনায় সদস্যরা দ্রুত নতুন সদস্যপদ প্রদান, ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন, ক্লাবের সব সদস্যকে কল্যাণ তহবিলের আওতায় আনা এবং সদস্যদের স্বাস্থ্যসেবা বৃদ্ধিসহ বিভিন্ন পরামর্শ দেন। 

পরে কণ্ঠভোটে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট পাশ হয়।