অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাঠশালার পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমায় Adenauer Fellowship

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০ রোববার   আপডেট: ১১:০০ এএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে ‘পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন’ বিষয়ে থাকছে Adenauer Fellowship এর সুযোগ। ২০২০-২০২১ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে দুই জন Adenauer Fellowship পাবেন। ফেলোশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি ফ্রি ও সেমিস্টারভিত্তিক স্কলারশিপের ব্যবস্থা থাকছে। এই কার্যক্রমের মধ্যদিয়ে বাংলাদেশে Adenauer Fellowship চালু হতে যাচ্ছে।

২০২০-২০২১ সেশনে যারা ‘পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন’ বিষয়ে ভর্তি  হবেন শুধুমাত্র তারা Adenauer Fellowship এর জন্য আবেদন করতে পারবেন। পাঠশালার ‘পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন’ বিষয়ে ভর্তি হতে এই লিঙ্কে অনলাইনে আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত। 

এছাড়া পাঠশালা চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগ হতে সরাসরিও ভর্তির ফর্ম সংগ্রহ কর যাবে। আবেদন করার জন্য কোনো বয়সসীমা নির্ধারিত নেই। ব্যাচেলর বা মাস্টার ডিগ্রি রয়েছে এমন যে কেউ আবেদন করতে পারবেন।

‘পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফিল্ম অ্যান্ড টেলিভিশন’ এ ভর্তি ফর্ম জমা দেওয়ার পর Adenauer Fellowship এর জন্য ৩১ ডিসেম্বর এর মধ্যে আবেদন করা যাবে এই ঠিকানায়।

পাঠশালার ঠিকানা: দৃকপাঠ ভবন (চতুর্থ তলা), ১৬ শুক্রাবাদ, পান্থপথ, ঢাকা।
[email protected]
ফোন: 01780379399