অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এমপি জাফরকে আ.লীগ থেকে অব্যাহতি

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০:৪৮ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার  

দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ ও অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় এমপি ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে আওয়ামী লীগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

তিনি ৭ জানুয়ারির নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এ নির্বাচনে তার ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিনও স্বতন্ত্র প্রার্থী।

তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তা ৭ দিনের মধ্যে জানাতে বুধবার রাতে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে স্বাক্ষর করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

অ্যাডভোকেট ফরিদুল ইসলাম জানান, এমপি জাফর আলম সমাবেশে দলীয় সভানেত্রী ও বঙ্গবন্ধুকন্যাকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়ে দলীয় শৃঙ্খলা ভেঙেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার বিকালে কক্সবাজারের পেকুয়া সদরে নির্বাচনি সমাবেশে এমপি জাফর তার বক্তব্যে মনোনয়ন বঞ্চিত হওয়ার ক্ষোভ ঝেড়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে নানা কথা বলেন। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগে যোগদানের আগে একে একে জাসদ, বাসদ ও জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।